৬,৩১২ মামলায় দোষী মাত্র ১২০—ইডিকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অভিযোগে সরব বিরোধীরা
২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত ইডি রুজু করেছে ৬,৩১২টি মামলা, দোষী সাব্যস্ত মাত্র ১২০ জন—সংসদে জানাল কেন্দ্র। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আগে ইডি-সিবিআইকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করছে মোদি সরকার। তথ্য আরও দৃঢ় করল ‘এজেন্সি-রাজনীতি’র অভিযোগ।