‘বাংলার ডেয়ারি’র দুধের দাম বাড়ল! এক লিটারে ২–৪ টাকা বেশি
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বেড়ে গেল ‘বাংলার ডেয়ারি’র দুধের দাম। এক লিটারে গড়ে ২–৪ টাকা পর্যন্ত বৃদ্ধি। প্রভাব পড়েছে মধ্যবিত্তের পকেটে। রাজ্য সরকার জানিয়েছে, খাদ্য ও উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় এই দামবৃদ্ধি অনিবার্য।