যোগব্যায়াম বিশ্বে শান্তি আনে, যোগদিবসে কর্ণাটকে বললেন প্রধানমন্ত্রী
এবছর স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে দেশের জনপ্রিয় পর্যটন স্থলগুলিতে যোগ দিবস পালন করা হবে। এই বছরের যোগ দিবসের থিম হল ‘মানবতার জন্য যোগ’। ভারতকে বিশ্ব দরবারে মেলে ধরতে এবারের যোগ দিবসকে বেছে নেওয়া হয়েছে।