মল্লিকবাজারের হাসপাতালের আট তলার কার্নিশ ঝাঁপ রোগীর, দমকলের ভূমিকায় প্রশ্ন
বেলা ১১টার দিকে আচমকা ওই হাসপাতালে ভর্তি এক রোগী আট তলার কার্নিসে উঠে বসে পড়েন। দমকল কর্মীরা অনেক চেষ্টা করেও ওই রোগীকে নামাতে পারেননি। অবশেষে ঘণ্টা দেড়েক পর ঝাঁপ দেন ওই রোগী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।