বিশ্বের এক নম্বর বক্সারের কাছে হারলেন, মেয়েদের বক্সিংয়ে ব্রোঞ্জ পদকেই থামল লভলিনার অভিযান
ডেস্ক: টোকিও অলিম্পিকে বক্সিংয়ের সেমিফাইনালে হেরে গেলেন ভারতের লভলিনা। ভারতের হয়ে ব্রোঞ্জ জয় করেলন তিনি। মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে পরাজিত হলেন ভারতীয়…