ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার ভারতীয় ক্রীড়া ইতিহাসের বিরল মুহূর্ত—এক ফ্রেমে লিয়োনেল মেসি ও শচীন তেণ্ডুলকর। গোট কনসার্টে প্রীতি ম্যাচ, গোল, উপহার বিনিময় আর তারকাখচিত উপস্থিতিতে উচ্ছ্বাসে ভাসল গ্যালারি।