হাওড়া–ব্যান্ডেল রুটে আসছে এসি লোকাল, আরও পাঁচটি নতুন ট্রেন পাচ্ছে পূর্ব রেল
হাওড়া–ব্যান্ডেল রুটে চালু হতে চলেছে নতুন এসি লোকাল। পূর্ব রেল জানিয়েছে, আরও পাঁচটি নতুন এসি লোকাল পাওয়া যাচ্ছে। চলেছে সমীক্ষা। শিয়ালদহ–কল্যাণী রুটে যাত্রী সংখ্যা দ্রুত বাড়ায় সিদ্ধান্ত। হাওড়া ডিভিশনে দেরিতে ট্রেন চলা নিয়ে যাত্রীদের ক্ষোভও বেড়েছে।