পূর্ণমন্ত্রীহীন রাজ্যসভা! অধিবেশন মুলতুবি—সরকারের আচরণকে ‘সভার অপমান’ বলছে বিরোধীরা
সংসদ অধিবেশন চলাকালীন রাজ্যসভায় একটিও পূর্ণমন্ত্রীর অনুপস্থিতি—বিরল ঘটনায় মুলতুবি হয়ে গেল অধিবেশন। বিরোধীরা বলছে, এটি সংসদের প্রতি চরম অসম্মান। চেয়ারম্যানও মেনে নিলেন ঘটনার গুরুত্ব।