১০০ দিনের কাজে ‘অসম্মানজনক’ শর্ত! কোচবিহারের সভায় কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার
কেন্দ্রের নয়া শ্রম কোডে ১০০ দিনের কাজের জন্য আরোপিত নতুন শর্তকে “অসম্মানজনক” বলে আখ্যা দিয়ে কোচবিহারের সভায় প্রতীকী কাগজ ছিঁড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য আগেই জানিয়েছিল, নতুন শ্রম কোড পশ্চিমবঙ্গে কার্যকর হবে না।