উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় রদবদল: ১০ মিনিট আগে প্রশ্নপত্র, সাপ্লিমেন্টারিতেও সময় ছাড়
উচ্চ মাধ্যমিকের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে বড় পরিবর্তন। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগেই প্রশ্নপত্র ও ওএমআর শিট দেওয়া হবে। সময়ের অভাব নিয়ে পড়ুয়াদের অভিযোগের পর সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও আগাম ওএমআর শিট দেওয়ার সিদ্ধান্ত। চূড়ান্ত অনুমতি অপেক্ষায় প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে।