কমনওয়েলথ গেমস ২০২২ : পুরুষদের ব্যাকস্ট্রোক-এর ১০০ মিটারের ফাইনালে ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ
কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ব্যাকস্ট্রোক-এর ১০০ মিটারের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ। ২১ বছর বয়সী এই প্রতিযোগী হিটে চতুর্থ স্থান অধিকার করে নেন এবং সব মিলিয়ে সপ্তম স্থানে শেষ করে পদকের আশা বাঁচিয়ে রাখেন।