সিঙ্গুর থেকে ১৭ কিলোমিটার দূরে, ১৭ বছর পর ঘোষণা: হুগলিতেই আসছে এক লক্ষ টাকার কম দামের চারচাকা
১৭ বছর আগে সিঙ্গুর থেকে সরে গিয়েছিল টাটার ন্যানো প্রকল্প। এবার হুগলিতেই ঘোষণা করল সাইনোসোর— আসছে এক লক্ষ টাকার কম দামের চারচাকা ইলেকট্রিক গাড়ি। দীপাবলির পরে প্রোটোটাইপ লঞ্চ, পথে নামবে ২০২৬ জানুয়ারিতে।