‘হাঁটি হাঁটি পা পা’: বাবা–মেয়ের সম্পর্কের নিখাদ আবেগে মন ছুঁয়ে গেল চিরঞ্জিত–রুক্মিণীর অভিনয়
‘হাঁটি হাঁটি পা পা’ ছবিতে বাবা–মেয়ের সম্পর্কের আবেগকে কেন্দ্র করে নির্মাণ করেছেন অর্ণব মিদ্যা। চিরঞ্জিত ও রুক্মিণীর অভিনয়, অঞ্জনা বসুর উপস্থিতি এবং গল্পের বার্তা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে—জানালেন সঙ্গীতা চৌধুরী।