বন্দে মাতরম নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রীর মুখে ‘বঙ্কিমদা’শুনে সৌগতের আপত্তি, সঙ্গে সঙ্গেই সংশোধন করে ‘বাবু’ বলে সম্বোধন
লোকসভায় বন্দে মাতরম্–এর ১৫০ বছর উপলক্ষে আলোচনার সময় ব্যাংকিমচন্দ্রকে ‘দা’ বলে সম্বোধন করায় আপত্তি জানান সৌগত রায়। প্রধানমন্ত্রী মোদি সঙ্গে সঙ্গেই সংশোধন করে বলেন ‘ব্যাংকিম বাবু’। স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরম্–এর ভূমিকা নিয়েও বক্তব্য রাখেন তিনি।