ভারতের কনিষ্ঠতম প্রতিযোগী, কমনওয়েলথ গেমস চমকে দিলেন ১৪ বছরের অনাহত সিং!
কমনওয়েলথ গেমস চমকে দিলেন ১৪ বছরের অনাহত সিং! ভারতকে পদক এনে দেওয়ার এক সম্ভাবনা দেখা দিচ্ছে অনাহত সিং-এর মধ্যে। স্কোয়াশে শুক্রবার মহিলাদের একক ম্যাচে সাফল্যের সঙ্গে জিতে নিয়েছেন প্রথম রাউন্ড।