রবিপাঠ: “অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো ” অথ কালীপুজা এবং দীপাবলী
মহালয়ার একমাস পরে দীপাবলীর অমানিশায় পুজিতা হন দেবী কালিকা ও মহালক্ষ্মী। কিন্তু জানেন কি, এই কালীপুজো একসময় ছিল স্বাধীনতা সংগ্রামীদের গোপন অস্ত্রদীক্ষা ও শপথগ্রহণের দিন? মেদিনীপুর, হাওড়া, কলকাতা থেকে বাঁকুড়া—দেশমাতৃকার মুক্তির অগ্নিস্মৃতি জড়িয়ে আছে কালীপুজোর ইতিহাসে।