নতুন লাইন উদ্বোধনের ঢাকঢোল, অথচ পুরনো ব্লু লাইনে ভোগান্তি চরমে! টালিগঞ্জ–শহিদ ক্ষুদিরাম রুটে পরিষেবা ঘুরিয়ে দেওয়ায় বিপাকে যাত্রীরা
কোথাও উদ্বোধনের জৌলুস, কোথাও চরম ভোগান্তি। নতুন লাইন চালু হলেও ব্লু লাইনের টালিগঞ্জ–শহিদ ক্ষুদিরাম রুটে পরিষেবা ঘুরিয়ে দেওয়ায় বিপাকে নিত্যযাত্রী।