এসআইআর-বিরোধী মিছিলে মহিলাদের ঢল, বনগাঁর রাস্তায় তৃণমূলের শক্তি-রাজনীতির পুরনো পাঠ নতুন করে
বনগাঁ–ঠাকুরনগরে এসআইআর বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় মহিলাদের বিপুল উপস্থিতি নজর কাড়ল। মতুয়া সমাজে নারী-অংশগ্রহণের এই উত্থান রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।