ডিসেম্বরের শুরুতে জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে! কলকাতায় এক দিনে তাপমাত্রা কমল তিন ডিগ্রি
দক্ষিণবঙ্গে ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত। কলকাতায় এক দিনে তিন ডিগ্রি তাপমাত্রা পতন। আগামী দু’দিনে আরও কমতে পারে রাতের পারদ। হাওয়া অফিসের কুয়াশা সতর্কতা জারি একাধিক জেলায়।