রাজ্যে শীতের আমেজ জোরদার, কলকাতায় পারদ ১৫-তে স্থির—উত্তরবঙ্গে ঠান্ডা আরও তীব্র
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা টানা ১৫ ডিগ্রির আশেপাশে স্থির। দার্জিলিঙে পারদ নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন রাজ্যে বড় কোনও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে উত্তর–দক্ষিণবঙ্গে ভোরের দিকে বাড়বে কুয়াশা।