‘ভুয়ো ভোটার নেই, হলফনামা দিক’ — কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের, আক্রামণ শানাচ্ছে জোট ‘ইন্ডিয়া’
নির্বাচন কমিশনের দাবি ও রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে সংঘাত তীব্র। কলকাতায় ফেরার পর কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রও তীব্র আক্রমণ শানালেন। বিরোধী জোটের কৌশল এখন সংঘাতমুখী।