এসআইআরে বৈধ ভোটারদের নাম না বাদ যায় — রাজ্যজুড়ে ৬২০০ হেল্পডেস্ক গড়ছে তৃণমূল, ভারচুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, তা নিশ্চিত করতে রাজ্যজুড়ে ৬২০০ হেল্পডেস্ক চালু করছে তৃণমূল। ভারচুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ — বিএলএরা থাকবেন বিএলওদের ‘ছায়াসঙ্গী’।