প্রথম পাতা Uncategorized প্রয়াত জনপ্রিয় অভিনেতা Sidharth Shukla

প্রয়াত জনপ্রিয় অভিনেতা Sidharth Shukla

624 views
A+A-
Reset

ডেস্ক: ‘বিগ বস ১৩’-র বিজেতা সিদ্ধার্থ শুক্লা প্রয়াত হলেন।মৃত্যুকালে সিদ্ধার্থর বয়স হয়েছিল ৪০ বছর। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত সিদ্ধার্থকে মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মারা যান তিনি। এদিকে সিদ্ধার্থের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছে মুম্বাইয়ের কুপার হাসপাতালে।

আরও পড়ুন: প্রয়াত জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি


হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। একতা কাপুরের শো ‘ব্রোকেন বাট বিউটিপুল ৩’- সিদ্ধার্থর শেষ কাজ। ওই শোয়ে সিদ্ধার্থর চরিত্রের নাম ছিল অগস্ত্য। ‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক।সিদ্ধার্থর প্রয়াণের পর শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি। এত অল্প বয়সে আচমকা প্রয়াণ কেউ মেনে নিতে পারছেন না। আলাদা করে কথা বলার মতো পরিস্থিতিতে কেউই নেই। ইতিমধ্যেই ভার্চুয়াল দুনিয়ায় সিদ্ধার্থর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছে অনুরাগীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.