সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে

কলকাতা: সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সোমবার সেই জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল আদালত।

সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। এই আবেদনের দ্রুত শুনানির আর্জি জানানো হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দ্রুত শুনানি এখন সম্ভব নয়।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মামলাকারী কি সন্দেশখালি গিয়েছিলেন? তিনি কি কোনও সমাজকর্মী? তা হলে কেন এই মামলার দ্রুত শুনানি করতে হবে?

এ ছাড়াও , মামলাকারী যেহেতু সন্দেশখালি এলাকার বাসিন্দার নন, পাশাপাশি তিনি সেখানে যাওয়ার চেষ্টাও করেননি, তাই এই মুহূর্তে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মনে করছে তাঁর মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই। তালিকা অনুযায়ী মামলাকারীর মামলার শুনানি হবে বলেই জানান হয়েছে।

Related posts

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন