তৃণমূলের দাবি মেনে আজ চোপড়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা: উত্তর দিনাজপুরের চোপড়ায় গত ১২ ফেব্রুয়ারি মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনায় আন্দোলনে নাম তৃণমূল। মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

চোপড়ায় বিএসএফের কাটা নর্দমায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়েছিল। তার পর বিএসএফের শাস্তির দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতৃত্ব। ঘটনায় তারা তদন্তের দাবি জানিয়েছেন। তাছাড়া সন্দেশখালির মতোই চোপড়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য রাজ্যপালের কাছে অনুরোধ জানিয়েছিল তৃণমূল।

প্রসঙ্গত, চোপড়ায় ইতিমধ্যেই মৃত ৪ শিশুর পরিবারকে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। এদিকে, তৃণমূলের তরফে চোপড়া নিয়ে আন্দোলন জোরদার করতে ১২ সদস্যের প্রতিনিধি দল আগেই গঠন করা হয়েছে।

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার