বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুরে

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর জগদীশপুরের একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মহিলাদের পোশাকের অংশ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে সেপটিক ট্যাঙ্ক থেকেই উদ্ধার হয় কঙ্কাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়।

বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিবারের সময় আঁতকে ওঠেন শ্রমিকেরা। ট্যাঙ্কের মধ্যে দেখতে পান মহিলাদের পোশাকের অংশ। স্বাভাবিকভাবেই আতঙ্কের বশেই কাজ বন্ধের সিদ্ধান্ত নেন। এরপর মালিকের কথা শুনে ফের কাজ শুরু করেন তাঁরা। এ দিন সকালে সেপটিক ট্যাঙ্ক থেকেই উদ্ধার হয় কঙ্কাল।

জানা গিয়েছে, এই বাড়ির মালিকের নাম সঞ্জিত সরকার। বছর পাঁচেক আগে এই বাড়িটি তিনি কিনেছিলেন। যাঁদের কাছ থেকে এই বাড়িটি কেনা হয়েছিল, তাঁদের সম্পর্কে চাঞ্চল্যকর অভিযোগ এলাকার লোকজনের। স্থানীয়দের দাবি, প্রায় ১০ বছর আগে এলাকা থেকে ২ মহিলা নিখোঁজ হয়ে যান।

সে সময় ওই বাড়ির মালিকদের দিকেই ছিল সন্দেহের তির। তাঁদের মারধরও করা হয়। এর পর বাড়ি, জমি বিক্রি করে তাঁরা অন্য কোথাও চলে যান। পুলিশে ডায়েরি করেও হদিশ মেলেনি। এই কঙ্কাল ওই মহিলাদের বলেই অনুমান স্থানীয়দের।

Related posts

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, ইঙ্গিতবাহী মন্তব্য মমতার

‘বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা’, মনোনয়ন পেশ করে আশাবাদী অভিষেক

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?