লোকসভা ভোটের মুখে দল ছেড়ে দিলেন বিজেপি সাংসদ

কলকাতা: কয়েক দিন আগে বিজেপি ছেড়েছেন রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। এ বার দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম।

শনিবারই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়িতে তাঁর সভার আগের রাতে দল ছেড়ে দিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। শুক্রবার রাতে দল ছাড়ার কথা জানিয়ে তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দিয়েছেন।

জানা গিয়েছে, দল ছাড়ার পিছনে অভিমান বা অন্যকোন যুক্তি খাড়া করেননি কুনার। তিনি বলেন, ‘এটা অভিমানের কোনও বিষয় নয়। কিছু ব্যক্তিগত ব্যাপার রয়েছে। সে কারণে আমি দলে কাজ করতে চাইছি না।’ তবে সত্যিই কারণটা একান্ত ব্যক্তিগত, না কি পিছনে রয়েছে অভিমান তা নিয়ে ইতিমধ্যেই ঝাড়গ্রামে চর্চা শুরু হয়েছে।

অন্য দিকে, বিজেপি সূত্রে দাবি, ঝাড়গ্রামে এ বার টিকিট পেতেন না কুনার। ওই কেন্দ্রে অন্য প্রার্থীর খোঁজ চলছিলই। যে কারণে ঠিক ভোটের মুখে দল ছেড়ে দিলেন বিদায়ী সাংসদ। তবে, বিজেপি তাঁকে ফের প্রার্থী করলে আর তিনি আর প্রার্থী হবেন না বলেই জানিয়ে দিয়েছেন কুনার।

Related posts

‘প্রধানমন্ত্রী মোদী মিথ্যা বলছেন, প্রতিটা ভোটে হিন্দু-মুসলমান করে বিজেপি’, তোপ প্রিয়ঙ্কা গান্ধীর

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা