তাপমাত্রার ওঠানামা অব্যাহত, ২ জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: গত দু’দিন ধরে নেমেছে তাপমাত্রার পারদ। এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে নিয়ে কখনও রোদ আবার কখনও মেঘলা আকাশ। তবে শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস, এ দিন সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে।

ভোর-সকালের দিকে হালকা শীত শীত ভাব অনুভূত হলেও বেলা গড়ানোর সঙ্গেই তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন জেলাগুলিতে দিনের তাপমাত্রা বাড়তে থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বুধবার থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে।

তবে দক্ষিণবঙ্গ বৃষ্টিতে না ভিজলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দুই জেলায়। শনিবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে আবার শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে ওই দুই জেলায়।

Related posts

‘প্রধানমন্ত্রী মোদী মিথ্যা বলছেন, প্রতিটা ভোটে হিন্দু-মুসলমান করে বিজেপি’, তোপ প্রিয়ঙ্কা গান্ধীর

প্রমাণ ছাড়াই ‘চুরি’র অভিযোগ, এ বার মানহানির মামলা করবেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা