প্রার্থী তালিকা ঘোষণার পরই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী

কলকাতা: রবিবার প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। এর পরই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ১২ মার্চ জলপাইগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, মঙ্গলবার জলপাইগুড়ি পৌঁছে রাতে উত্তরকন্যায় থাকবেন মুখ্যমন্ত্রী। বুধবার ১৩ মার্চ তিনি যাবেন ফুলবাড়ি। ফুলবাড়ির ভিডিওকন ময়দানে সরকারি কর্মসূচি রয়েছে। সেই সভা থেকেই একগুচ্ছ সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

লোকসভা ভোটের আবহে গত ১০ দিনের মধ্যে বাংলায় চারটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসতের পর গত শনিবারই উত্তরবঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী।

গত কয়েক সপ্তাহ ধরে একাধিকবার জেলা সফরে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। গত সপ্তাহেই তিনি মেদিনীপুর সফরে গিয়েছিলেন। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সভা করেছিলেন তিনি। তার আগে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর এ বার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী।

Related posts

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়

রচনার সমর্থনে আজ নির্বাচনী জনসভায় মমতা