ভোটের আবহে দল ছাড়লেন মেদিনীপুরের বিজেপি নেতা

পশ্চিম মেদিনীপুর: ভোটের আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে। লোকসভা ভোটের চলাকালীন দল ছা়ড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের, দাঁতন বিধানসভার মোহনপুরের বিজেপি নেতা শক্তি নায়েক। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন তিনি।

২০২১ সালের বিধানসভার ভোটে তিনি বিজেপির টিকিটে দাঁতন বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শক্তি নায়েক। মাত্র ৬২৩টি ভোটে পরাজিত হন এই বিজেপি নেতা। নিজের এলাকায় ভালো সংগঠন তৈরিতে তাঁর যথেষ্ট বড় ভূমিকা ছিল।

তিনি বিধানসভার কোর কমিটির মেম্বার তথা জেলা কমিটির সদস্য। এহেন নেতা লোকসভা নির্বাচনের কয়েকদিন আগেই দলের সমস্তরকম পদ থেকে ইস্তফা দিলেন। সেইসঙ্গে ছাড়লেন দলও। সাংবাদিক সম্মেলন করে তিনি অন্য কোনও দলে যোগদান করবেন কিনা সে বিষয়ে যদিও তিনি এখনও মুখ খোলেননি।

শক্তি নায়েকের দাবি, ‘ দলে যা চলছে… পুরনোদের ঝেঁটিয়ে বাদ দেওয়া। উপরে নেতারা ২৪-এর জন্য নয়, ২৬-এর জন্য লড়াই করছে গুঁতোগুঁতি করছে ।’ একইসঙ্গে তাঁর দাবি, দলে যোগ্যতার মাপকাঠিতে কোনো পদ দেওয়া হচ্ছে না। উলটে শীর্ষ নেতৃত্বের পদলেহন করলেই পদ মিলছে বলে দাবি করেন তিনি। বিষয়টি তিনি একাধিকবার জেলা নেত্রত্বকে জানিয়েছেন, কিন্তু কোনও সুরাহা মেলেনি বলে দাবি করেন শক্তি নায়েক।

Related posts

অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, ইঙ্গিতবাহী মন্তব্য মমতার

‘বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা’, মনোনয়ন পেশ করে আশাবাদী অভিষেক

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?