কর্নাটকে ‘অপারেশন লোটাস’, বিধায়ক প্রতি ৫০ কোটি টাকার অফার! চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর

কর্নাটকে ‘অপারেশন লোটাস’ চালানোর চেষ্টা করছে বিজেপি। কংগ্রেস বিধায়কদের কেনার জন্য “৫০ কোটি টাকা অফার করেছে” গেরুয়া শিবির। এমনটাই অভিযোগ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার।

ইন্ডিয়া টুডে টিভির কনসাল্টিং এডিটর রাজদীপ সরদেশাইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে বিজেপি ক্ষমতাসীন কংগ্রেসের বিধায়কদের কিনে নেওয়ার জন্য “৫০ কোটি টাকা অফার করেছে”। বিজেপি সম্পর্কে জিজ্ঞাসা করার পরে এমনই প্রতিক্রিয়া দেন তিনি। অভিযোগ, লোকসভা নির্বাচনে কর্নাটকে কংগ্রেস পর্যুদস্ত হলে বর্তমান কংগ্রেস সরকারও ভেঙে যেতে পারে।

এ প্রসঙ্গেই সিদ্দারামাইয়া বলেন, “তারা গত এক বছর ধরে আমার সরকার ভাঙার চেষ্টা করছে। আমাদের বিধায়কদের ৫০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল। তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে।”

বিজেপি সাংসদ এস প্রকাশ মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ অস্বীকার করেন। ইন্ডিয়া টুডে টিভি-কে ফোনে জানান, এমন অভিযোগ “দুর্ভাগ্যজনক”। তাঁর কথায়, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তিনি বারবার এই ধরনের অভিযোগ করছেন শুধুমাত্র সমাজের একটি অংশের সহানুভূতি অর্জনের জন্য”।

Related posts

পাশের হার ৯০ শতাংশ, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ভোট পড়েছে অসম ও গোয়ায়

আজ পঁচিশে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন