আজ রঙের উৎসব, জানুন দোলের বিশেষ তিথির সময়

কলকাতা: আজ (মঙ্গলবার) দোলযাত্রা। বুধবার হোলি। রঙের উৎসবে একে অন্যকে রাঙিয়ে দিয়ে শুভেচ্ছা ও ভালবাসা বিনিময়। সঙ্গে মিষ্টিমুখের পালা।

ফাল্গুনের পূর্ণিমা তিথিতে দোল উৎসব হয়। শাস্ত্র অনুযায়ী, দোল পূর্ণিমা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। রাধাকৃষ্ণের লীলাখেলাকে উদযাপন করতেই এই দিনটিতে আমজনতা মেতে ওঠেন রঙের খেলায়। জেনে নেওয়া যাক দোলের বিশেষ তিথির তারিখ-সময়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

পূর্ণিমা তিথি আরম্ভ: ২১ ফাল্গুন (৬ মার্চ), সোমবার, বিকেল ৪টে ১৯ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ: ২২ ফাল্গুন (৭ মার্চ), মঙ্গলবার, সন্ধ্যা ৬টা ১০ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে

পূর্ণিমা তিথি আরম্ভ: ২১ ফাল্গুন (৬ মার্চ), সোমবার, বিকেল ৪টে ১৮ মিনিট ৪৮ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ: ২২ ফাল্গুন (৭ মার্চ), মঙ্গলবার, সন্ধ্যা ৬টা ৪০ সেকেন্ড।

Related posts

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?

রাজ্যের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড়বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া

আজ মনোনয়ন জমা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়