‘১৯৯৩-এর সেই যন্ত্রণাদায়ক স্মৃতি এখনও টাটকা’, টুইট অভিষেকের

ডেস্ক: ২০২৪ লক্ষ্যকে সামনে রেখেই জাতীয়স্তরে এবার ২১ জুলাই পালন করেছে তৃণমূল কংগ্রেস। এবারের সভা শুধুমাত্র এই ‘শহিদ’দের শ্রদ্ধা জানানোর উদ্দেশে নয়, বরং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় রাজনীতিতে পা রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  শহিদ দিবস উপলক্ষ্যে আজ ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী। যা রাজ্যের পাশাপাশি সর্বভারতীয় স্তরেও দেখানো হবে। একাধিক রাজ্যে জায়ান্ট স্ক্রিন বসিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শহিদ স্মরণে চব্বিশের বার্তা মমতার


শহিদ দিবসে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “,  ১৯৯৩-এর সেই যন্ত্রণাদায়ক স্মৃতি এখনও টাটকা। সেই সময়ের সরকারের  নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন ১৩ জন কর্মী। সেদিন আজীবন মনে থাকবে।”

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?