আজ ব্রিগেডে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: রবিবার (১০ মার্চ,২০২৪) তৃণমূলের ব্রিগেড সমাবেশ। লোকসভা ভোটের আগে এই সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’। ব্রিগেডে একে বারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে মঞ্চ তৈরির কাজ। শনিবার তা দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার থেকেই দূরের জেলার কর্মী-সমর্থকেরা কলকাতায় আসতে শুরু করেছেন। আজ আরও কর্মী-সমর্থক কলকাতায় পৌঁছবেন। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আজ ব্রিগেডে যেতে পারেন মমতা।

জানা গিয়েছে, তৃণমূলের সভায় এই প্রথমবার র‍্যাম্প তৈরি করা হচ্ছে। ব্রিগেড মাঠের সভায় থাকছে ৩৩০ ফুট লম্বা এই র‍্যাম্প। এই র‍্যাম্প ধরেই মাঠে আসা তৃণমূল কর্মীদের কাছে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখবেন হেঁটে হেঁটেই। 

একেবারে সামনে থেকে নেতা-নেত্রীদের দেখতে পারবেন উপস্থিত জনতা। বৃহস্পতিবার ব্রিগেডের প্রস্তুতি ঘুরে দেখতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “এই প্রথমবার এমন ব্যবস্থা হল।” আজ ব্রিগেডে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে পারেন মমতা।

Related posts

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়

রচনার সমর্থনে আজ নির্বাচনী জনসভায় মমতা

‘প্রধানমন্ত্রী মোদী মিথ্যা বলছেন, প্রতিটা ভোটে হিন্দু-মুসলমান করে বিজেপি’, তোপ প্রিয়ঙ্কা গান্ধীর