অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

কলকাতা: আবহাওয়ার বড় আপডেট। তীব্র দহনজ্বালার মধ্যেই স্বস্তির খবর। অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা।  মে মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, যা তাপপ্রবাহ থেকে মুক্তি দিতে পারে।

বেলা বাড়তেই জ্বালাপোড়া গরমে নাজেহাল অবস্থা। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে চলছে তাপপ্রবাহ। আপাতত সর্বোচ্চ তাপমাত্রা তেমন একটা কমার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। তবে আগামী রবিবার বদলাতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

আলিপুর আবহাওয়ার দফতর জানিয়েছে, মে মাসের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। দখিনা বাতাসের প্রভাবে বৃষ্টি হতে পারে। পরে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 

পূর্বাভাস অনুসারে, আগামী রবি ও সোম ও মঙ্গলবার অর্থাৎ ৫, ৬ ও ৭ মে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে। কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না বলেই অনুমান। হতে পারে শিলাবৃষ্টিও।

ও দিকে, উত্তরবঙ্গে গরমের কষ্ট তীব্র না হলেও, স্বাভাবিকের উপরেই রয়েছে পারদ। দার্জিলিং এবং কালিম্পং -এই দুই জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার – এই জেলাগুলিতে তাপপ্রবাহ হবে না কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে । উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কিন্তু তাপমাত্রা কমারও সম্ভাবনা নেই।

ও দিকে, উত্তরবঙ্গে গরমের কষ্ট তীব্র না হলেও, স্বাভাবিকের উপরেই রয়েছে পারদ। দার্জিলিং এবং কালিম্পং -এই দুই জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার – এই জেলাগুলিতে তাপপ্রবাহ হবে না কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে । উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কিন্তু তাপমাত্রা কমারও সম্ভাবনা নেই।

Related posts

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়