এশিয়া কাপ: ফাইনালের আগে ভারতীয় দলে বড়ো বদল

এশিয়া কাপ ফাইনাল রবিবার। মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। ফাইনালের আগে দলে একটি পরিবর্তন করলেন রোহিত শর্মারা।

ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়েছে ভারত। চোট পাওয়া অক্ষর পটেলের জায়গায় দলে এলেন তিনি। শনিবার তিন ঘণ্টার ম্যারাথন বৈঠকের পরেই জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন অক্ষর। ব্যাট করার সময় তাঁর হাতে একাধিক বার বল লাগে। তখনই মনে হয়েছিল চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার। সেই আশঙ্কা সত্যি হয় ওয়াশিংটনকে তড়িঘড়ি শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ায়। শেষ পর্যন্ত তাঁকে দলে নিল ভারত। এশিয়া কাপের ফাইনালে খেলতে পারবেন না অক্ষর।

বলে রাখা ভালো, এশিয়া কাপের ফাইনালেও ভাবাচ্ছে বৃষ্টি। শুরু থেকেই এবারের এশিয়া কাপ বৃষ্টিবিঘ্নিত। প্রায় প্রতিটা ম্যাচেই কম-বেশি বৃষ্টি হয়েছে। ফাইনালেও বৃষ্টির সম্বাবনা ৮০ শতাংশ।

Related posts

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর

লখনউকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে কেকেআর, প্লে অফ কি নিশ্চিত?