প্রথম পাতা খবর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি দেখতে নিউটাউন কটেজে থাকতে পারেন মুখ্যমন্ত্রী

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি দেখতে নিউটাউন কটেজে থাকতে পারেন মুখ্যমন্ত্রী

346 views
A+A-
Reset

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এ অতিথিদের আপ্যায়নে যাতে কোন ত্রুটি না থাকে তার জন্য নিউ টাউনের কটেজে থেকে দেখাশোনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত দু’বছর বন্ধ ছিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) করোনার কারণে। সে জন্য মুখ্যমন্ত্রী চাইছেন এবারে যাতে সর্বাঙ্গন সুন্দর হয়ে ওঠে এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।

দেশ-বিদেশ থেকে আসা শিল্পপতি, উদ্যোগপতি ও অন্যান্য অতিথিদের আপ্যায়ন, কোভিড বিধি মেনে চলা, নিরাপত্তায় কোন ফাঁক না থাকে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, সম্মেলন চলাকালীন অধিবেশন পরিচালনা করবেন নিউ টাউনের কটেজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষী ভান্ডারে নতুন  পাঁচ লক্ষ উপভোক্তার ব্যাঙ্কে টাকা ঢোকার কথা বলবেন বলে জানা গেছে। তিনি জেলা শাসকদের বলেছেন কয়েকজন উপভোক্তাকে ঐ দিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.