প্রথম পাতা খবর অফিসের পার্টিতে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার এক মহিলা-সহ নির্যাতিতার ৩ সহকর্মী

অফিসের পার্টিতে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার এক মহিলা-সহ নির্যাতিতার ৩ সহকর্মী

328 views
A+A-
Reset

বাগুইআটিতে এক অফিসের পার্টিতে গণধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় ওই তরুণীরই সহকর্মীরা। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এক মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।


ঘটনাটি গত ১১ জুনের। বাগুইআটি থানার চিনার পার্কের একটি হোটেল। একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার পার্টি চলছিল। অভিযোগ, সেখানেই তরুণীকে গণধর্ষণ করা হয়। তাঁর দুই সহকর্মী ধর্ষণ করে বলে অভিযোগ। পরে ওই তরুণী পরিবারকে সমস্ত বিষয়টি জানান। সেই অভিযোগের প্রেক্ষিতে তরুণীর পরিবার বুধবার রাতে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তার পরই বাগুইআটি থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। নির্যাতিতা তরুণীর শারীরিক পরীক্ষা নিরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। নেওয়া হয়েছে গোপন জবানবন্দিও।

আরও পড়ুন :

৪ মাসে দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, এক ধাক্কায় বাড়ল প্রায় ৪০ শতাংশ

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবেশ করবে বর্ষা, শহরে বৃষ্টির পূর্বাভাস

আগামী তিন মাস জাতীয় উদ্যান , অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা

মিড ডে মিল

২৬ জুন পর্যন্ত অনলাইনের পথে শহরের বেসরকারি স্কুলগুলো

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.