প্রথম পাতা খবর আগামী তিন মাস জাতীয় উদ্যান , অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা

আগামী তিন মাস জাতীয় উদ্যান , অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা

68 views
A+A-
Reset

সাধনা দাস বসু : ১৫ জুন থেকে আগামী তিন মাস ডুয়ার্সের জঙ্গল বন্ধ থাকবে। এই তিনমাস পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষেধ।

বর্ষাকাল বন্যপশুদের প্রজনন কাল। এই সময় যাতে তাদের বিরক্ত না করা হয় , তাই প্রতিবছর ১৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে সারা দেশের অন্যান্য বনাঞ্চলের মত ডুয়ার্সের জঙ্গল ১৫ জুন থেকে বন্ধ থাকবে। বনদফতরের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।তিন মাসের জন্য ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান , চাপড়ামারি , নেওড়া ভ্যালি , আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প , জলদাপাড়া অভয়ারণ্য সহ বিভিন্ন সংরক্ষিত অরণ্য ও জাতীয় অভয়ারণ্য বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বন্ধ থাকছে জঙ্গলে রাত্রিবাস ও জঙ্গল সাফারি।

তবে পর্যটকদের জন্য খোলা থাকছে বন উন্নয়ন কমিটি পরিচালিত পর্যটক আবাস। বন্যপ্রাণী অধ্যুষিত জঙ্গলের বাইরে সরকারিভাবে পর্যটকদের থাকার জায়গাগুলো খোলা থাকবে। এই তিন মাস পর্যটকরা গভীর জঙ্গলে প্রবেশ করতে না পারলেও , জঙ্গলের বাইরে থেকে বর্ষার জঙ্গল উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন :

মিড ডে মিল

২৬ জুন পর্যন্ত অনলাইনের পথে শহরের বেসরকারি স্কুলগুলো

আজ দিল্লিতে মমতার ডাকে বৈঠক, থাকছে বাম-কংগ্রেসের প্রতিনিধিরা

এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য ভারতীয় ফুটবল দলকে শুভেচ্ছা সৌরভের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.