প্রথম পাতা বিনোদন ‘অচেনা উত্তম’-এ ‘মহানায়ক’ শাশ্বত?

‘অচেনা উত্তম’-এ ‘মহানায়ক’ শাশ্বত?

319 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : ঋত্বিক ঘটকই তবে মহানায়ক? এই দৃশ্যই নাকি দেখা যাবে আগামী মার্চ থেকে।

কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মেঘে ঢাকা তারা’য় কিংবদন্তি পরিচালকের ভূমিকায় অভিনয়ের পরে এবার ‘উত্তমকুমার’ হিসেবে দেখতে পাওয়া যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

সৌজন্যে পরিচালক অতনু বোসের আগামী ছবি ‘অচেনা উত্তম’। মহানায়িকার ভূমিকায় নাকি বেছে নেওয়া হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে।

‘উত্তম-ঘরণী’ হতে পারেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই তিন তারকা ছাড়াও ছবিতে থাকবে আরও বহু পরিচত মুখ। প্রদীপ কুমারের চরিত্রে অভিনয় করবেন কোনও বলি তারকা।

আরও পড়ুন : সানি লিওন, নামের মতোই উজ্জ্বল সানি, যেকোনও পোশাকেই চোখ ধাঁধিয়ে দিচ্ছেন

মহানায়কের বাড়িতে শ্যুটিংয়ের সমস্যা থাকায় সম্ভবত সেখানে শ্যুট হবে না। তবে যে ঘরে মহানায়কের মরদেহ শায়িত ছিল সেই ঘরে শ্যুট করার ইচ্ছে রয়েছে পরিচালকের।

শ্যুটিং হবে মহানায়কের ব্যবহৃত জিনিস দিয়ে। উত্তমকুমারের ছেলেবেলা, বেড়ে ওঠা, অরুণ থেকে ‘উত্তম’-এ উত্তরণ, মহানায়কের একাধিক সম্পর্ক, সবটাই নাকি দেখানো হবে ছবিতে।

আপাতত অনুরাগ কাশ্যপের আগামী ওটিটি সিরিজ ‘দোবারা’র শ্যুটিংয়ে পুণেতে ব্যস্ত শাশ্বত। ওয়েবে তাঁর সঙ্গে রয়েছেন তাপসী পান্নুও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.