নিজস্ব প্রতিনিধি : সানি লিওন মানেই এক রাশ টাটকা বাতাস। সানি লিওন মানেই এক ফালি মিঠে রোদ্দুর।
সানি লিওন মানেই বিতর্কের ঝড়। সানি লিওনি মানেই পুরুষ হৃদয় জেগে থাকা লুকোনো শিহরণ।
সানির শরীরের ছন্দে কেঁপে ওঠে প্রতিটা পুরুষের মন।প্রাণে জাগে চাওয়া-না পাওয়ার গভীর আর্তনাদ।
আরও পড়ুন : বোল্ড ফটোশ্যুটে ঋতাভরী, ভক্তদের ঘুম কাড়লেন
সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সানির জনপ্রিয়তা বড়পর্দাতে ও তুঙ্গে। তাই জন্যই তিনি খুব সহজে নীল ছবি থেকে বলিউডে এসে নিজের জায়গা মজবুত করে নিতে পেরেছেন।
নতুন কিছু করাতেও তার জুড়ি মেলা ভার। বেশির ভাগ সময় সাহসী পোশাকে দেখা গেলেও মাঝে মধ্যে তাঁর ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে এথনিক পোশাকেও দেখা যায় সুন্দরীকে।
সানি যে পোশাকেই পড়ুন না কেন,তাতেই তাঁর বোল্ডনেস এবং গ্ল্যামার উপচে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সানির নতুন ছবিও ঝড় তুলেছে দর্শকদের মনে।
তাই সানির পোস্ট করা নতুন ছবি গুলি দেখে শুধুমাত্র ইয়াং জেনারেশনের মনেই নয়,আট থেকে আশি সবার মনেই ঢেউ তুলেছে।