প্রথম পাতা Uncategorized একতরফা ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে ২২৮ রানে বিশাল জয় ভারতের

একতরফা ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে ২২৮ রানে বিশাল জয় ভারতের

368 views
A+A-
Reset

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ২২৮ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারত। তৈরি হল একাধিক রেকর্ড।

বৃষ্টির কারণে দু’দিন ধরে চলা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১২২ রান করেন বিরাট কোহলি। এছাড়া ১১১ রান করেন কেএল রাহুল। শুভমান গিল ৫৮ ও রোহিত শর্মা ৫৬ রান করেন।

৩৫৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১২৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন কুলদীপ যাদব।

এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয়রা। বিরাট কোহলি-কেএল রাহুল তৃতীয় উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে উঠেছে ২৩৩ রান। যা পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ। ভারতের ৩৫৬ রানও এক দিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ। আবার এ দিনই এক দিনের ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে ১৩ হাজার রান পূর্ণ করলেন কোহলি। সোমবার পাকিস্তানের বোলারেরা একটিও উইকেট পেলেন না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.