নয়াদিল্লি: শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে কর্নাটক ও মহারাষ্ট্রের প্রায় ৪৪টি জায়গায় অভিযান চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। সংবাদ সংস্থা এএনআই-এর খবর, ভারতে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)-র সন্ত্রাসবাদী হামলা চালানোর ষড়যন্ত্রের মামলায় এই অভিযান চালানো হচ্ছে।
জানা গিয়েছে, এনআইএ আধিকারিকরা পুনেতে ২টি, থানে গ্রামীণে ৩১টি, থানে শহরের ৯টি এবং ভাইন্দরের একটি জায়গায় অভিযান চালিয়েছেন। ভারতে সন্ত্রাস ও হিংসা ছড়ানোর জন্য জঙ্গি সংগঠনের পরিকল্পনা ভেস্তে দিতে এনআইএ ব্যাপক তদন্ত চালাচ্ছে। এর আগেও এ ধরনের অভিযান চালানো হয়, যাতে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছিল।
এনআইএ সূত্রে খবর,এ দিন অন্যান্য স্থানেও অভিযান চালানো হতে পারে। একের পর এক যোগসূত্র ধরে নতুন নতুন জায়গায় চলছে অভিযান। এনআইএ যে মামলায় এই পদক্ষেপ নিয়েছে তা ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত। ইসলামিক স্টেটের কিছু জঙ্গি এখনও সক্রিয়, যারা ভারতেও থাকতে পারে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আইএসআইএস-এর সেলফ স্টাইল মডিউল সারা দেশে ছড়িয়ে আছে। বিশেষ করে মহারাষ্ট্রে এই ধরনের আইএস মডিউল লুকিয়ে থাকার তথ্য রয়েছে। এর আগেও মহারাষ্ট্রে এই ধরনের মডিউল ধরা পড়েছিল।