প্রথম পাতা খবর নজিরবিহীন পদক্ষেপ, একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

নজিরবিহীন পদক্ষেপ, একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

315 views
A+A-
Reset

ডেস্ক: নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের, একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন। সরানো হল জোড়াসাঁকো, কলকাতা বন্দর, ভবানীপুর, এন্টালি, চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া, বেলেঘাটার রিটার্নিং অফিসারকে।


প্রসঙ্গত, প্রথম দফায় ভোটের আগে মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাধারণ পর্যবেক্ষক নারায়ণ প্রসাদ পাণ্ডেকে সরিয়ে দিয়েছিল কমিশন।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, আট জন অফিসারের বিরুদ্ধেই অভিযোগ ছিল এবং তাঁদের কাজে অসন্তুষ্ট ছিলেন কমিশনের কর্তারা। আর সেই কারণেই এই কড়া পদক্ষেপ।

আরও পড়ুন: খানাকুলে, আরামবাগে প্রার্থীর উপর হামলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্রীয় বাহিনী: মমতা


নির্বাচন কমিশনের স্পষ্ট যুক্তি রয়েছে বলে দাবি ওয়াকিবহাল মহলের একাংশের। পরপর তিন বছর কেউ এক পদে থাকতে পারেন না। সেক্ষেত্রে সেই আধিকারিককে সরিয়ে দেওয়াই নিয়ম। তবে এই নিয়ম এতদিন পর্যন্ত কলকাতার ক্ষেত্রে কার্যকর করা হয়নি। ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, নিয়ম মেনেই কলকাতার আট রিটার্নিং অফিসারকে সরিয়েছে নির্বাচন কমিশন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.