ডেস্ক: প্রথম দু’টি পর্যায়ের নির্বাচনেই ভোটদানের হার ছিল আশি শতাংশের উপরে৷ সেখানে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৫টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭৭.৬৮ শতাংশ৷ এক কথায় বলা চলে তৃতীয় দফায় ভোটদানের হার কমেছে।
তৃতীয় দফার নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৬৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৭৬.৬৮ শতাংশ। হাওড়ায় ৭৭.৯৩ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ৭৯.৩৬ শতাংশ।
বিকেল ৩টে পর্যন্ত ৩ জেলায় মোট ভোটদানের হার- ৬৮.০৪ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনা- ৬৫.৫৭ শতাংশ। হুগলি- ৭২.৬০ শতাংশ। হাওড়া- ৬৮.৩৭ শতাংশ।
আরও পড়ুন: নজিরবিহীন পদক্ষেপ, একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন
রাজ্যের যে তিন জেলায় ভোটগ্রহণ ছিল, তার মধ্যে অনেক জায়গাতেই হিংসাত্মক ঘটনা ঘটেছে৷ প্রথম দুই দফার তুলনায় তৃতীয় দফাতে উত্তেজনা ছিল তুলনামূলক ভাবে বেশি৷ বার বার উত্তপ্ত হয়েউঠেছে আরামবাগ, গোঘাটের মতো বিধানসভা কেন্দ্রগুলি৷