কলকাতা: এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত হারে টাকা পাবেন রাজ্যের মহিলারা। যাঁরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ৫০০ টাকা পান, তাঁদের মিলবে হাজার টাকা ও যাঁরা পান হাজার টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে ১২০০ টাকা করে।
এ বারের বিধানসভার বাজেট অধিবেশনে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বর্ধিত অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০২৪-২৫ বর্ষের বাজেট পেশ করার সময়ই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সেই ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে এই প্রকল্পে সাধারণ সম্প্রদায়ের মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা করে পাবেন। তফসিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের মহিলারা ১২০০ টাকা করে পাবেন। আগে এই প্রকল্পে সাধারণ সম্প্রদায়ের মহিলারা ৫০০ টাকা ও তফসিলি জনজাতি সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা করে পেতেন।
জানা গিয়েছে, ১ এপ্রিল, নতুন অর্থবছর শুরু কারণে সারাদেশে ব্যাঙ্কগুলোতে ছুটি থাকবে। সেই কারণে সেই দিন ব্যাঙ্কের কাজও বন্ধ। তাই এ দিন মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। টাকা ঢুকতে শুরু করবে ২ তারিখ থেকে।