প্রথম পাতা খবর নিমতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হলেন কবি শঙ্খ ঘোষ

নিমতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হলেন কবি শঙ্খ ঘোষ

357 views
A+A-
Reset

ডেস্ক: নিমতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হলেন কবি শঙ্খ ঘোষ। তাঁর মৃত্যুতে ‘অভিভাবকহীন’ সাংস্কৃতিক জগত। কোভিড বিধি মেনে বিকেল সাড়ে ৪টে নাগাদ নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল তাঁর।


এদিন কবিকে শেষ শ্রদ্ধা জানাতে নিমতলা মহাশ্মশানে হাজির হয়েছিলেন তাঁর অগণিত অনুরাগী। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন হয় কবি শঙ্খ ঘোষের।তবে কবি পছন্দ করতেন না বলে কোনো গান স্যালুট দেওয়া হয়নি।

আরও পড়ুন: ট্যাঙ্কে লিক,বন্ধ অক্সিজেন সরবরাহ, নাসিকের হাসপাতালে ২২ করোনা রোগীর মৃত্যু


টুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনকড়। কলকাতায় নিজের বাসভবনে যখন শেষনিঃশ্বাস ত্যাগ করেন কবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃসংবাদ পাওয়ার পর ফোনে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.