ডেস্ক: মহারাষ্ট্রের নাসিকে জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন লিক হয়ে ভয়ঙ্কর বিপর্যয়। অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে হাসপাতালে ৩০ মিনিট বন্ধ ছিল অক্সিজেন সরবরাহ। আর তাতেই মর্মান্তিক মৃত্যু হয়েছে ২২ করোনা রোগীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা।
সূত্রের খবর, ট্যাঙ্ক লিক হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল ভেন্টিলেটর। মর্মান্তিক সেই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বুধবার নাসিকে জাকির হোসেন হাসপাতালের ট্যাঙ্কারে অক্সিজেনের ভরতির সময় একটি ট্যাঙ্কে লিক ধরা পড়ে। সেই অক্সিজেনের লিকের ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে চারিদিকে সাদা ধোঁয়ায় ঢেকে থাকতে দেখা যায়। হাসপাতালে ১৫০ জন রোগী ভরতি ছিলেন। তাঁদের মধ্যে ২৩ জন ভেন্টিলেটরে ছিলেন।
আরও পড়ুন: লকডাউন শেষ অস্ত্র, দেশকে সে দিকে নিয়ে যাবেন না, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নাসিক মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার কৈলাশ যাদব জানান, লিকেজের কারণে অক্সিজেন সরবরাহ প্রায় আধ ঘণ্টা ধরে বন্ধ ছিল। এই সময়ে যে রোগীরা ভেন্টিলেশনে ছিলেন তাঁদের মৃত্যু হয়েছে। হাসাপাতালের অক্সিজেন ট্যাঙ্কটির রক্ষণাবেক্ষণ করে একটি বেসরকারি সংস্থা। অক্সিজেন সরবরাহের গতি কমানো হয়েছিল। তার জেরেই বিপত্তি বলে অনুমান করা হচ্ছে। এমনই মনে করছেন নাসিকের কালেক্টর সুরজ মান্ধারে।