দার্জিলিং: লাচেন এবং চুংথাংয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নামছে ভারতীয় বায়ুসেনা। আজ, রবিবার থেকেই সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধার শুরু হচ্ছে আকাশপথে। তবে শুধু তাই নয়, আকাশপথের ভরসায় না থেকে সড়কপথেও কী ভাবে উদ্ধারকাজ চালানো যায়, সেসবও খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, বৃষ্টির ফলে দৃশ্যমানতা কম আর মেঘ অনেক নীচ দিয়ে যাওয়ার কারণে শনিবার চপারে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। রবিবারও যদি সেই পরিস্থিতি হয়, তা হলে সড়কপথেই পর্যটকদের উদ্ধার করা হবে বলে ভাবা হয়েছে। গোটা প্রক্রিয়ার তদারকি করছেন পর্যটনমন্ত্রী শেরিং থেন্ডুপ ভুটিয়া।
সিকিম সরকারের তরফে ভারতীয় বায়ুসেনাকে আবেদন করা হয় যাতে লাচেন এবং চুংথাং-সহ বিভিন্ন জায়গায় আটকে থাকা পর্যটকদের এয়ারকাফট করে উদ্ধার করা হয়। শুক্রবার থেকে প্রশাসনিক আধিকারিকেরা ভারতীয় বায়ুসেনার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন পর্যটকদের আকাশপথে উদ্ধারের ব্যাপারে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় ছিল।
ক্রমাগত বৃষ্টি এবং ধসের কারণে বিপর্যস্ত উত্তর সিকিম। আটকে পড়েছেন প্রায় হাজারদুয়েক পর্যটক। সিকিমের বহু রাস্তা ধসের কারণে ভেঙে পড়েছে। সে কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগছে।