ইম্ফল: মণিপুরের রাজধানী ইম্ফলের ওল্ড লম্বুলাইনে সচিবালয় চত্বরের কাছে একটি বাড়িতে ভয়াবহ আগুন। শনিবার যে বাড়িতে আগুন লেগেছে সেটি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকারি বাংলো থেকে সামান্য দূরে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এই খালি বাড়িটি গোয়ার প্রাক্তন মুখ্যসচিব প্রয়াত থাংখোপাও কিপগেনের। পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
যে বাড়িতে আগুন লেগেছিল সেটি কুকি ইন কমপ্লেক্সের পাশে অবস্থিত, যা ইম্ফলের বাবুপাড়ায় মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনের বিপরীতে। পুলিশ জানিয়েছে, মণিপুরে চলমান হিংসার কারণে ওই বাড়ির লোকজন আগেই চলে গেছে।
জানা গিয়েছে, বাড়ির ছাদ কাঠ এবং গ্যালভানাইজড টিন দিয়ে তৈরি হওয়ার কারণে আগুন আরও তীব্র হয়। ফলে আগুন নেভাতে থৈবাল জেলা থেকে অতিরিক্ত দমকলের সাহায্য নেওয়া হয়েছে। আগুন নেভাতে দমকলকর্মীদের এক ঘণ্টার বেশি সময় লাগে।